ফেসবুকে দুই মিনিটের জন্য ঢুকলে ঘণ্টা পেরিয়ে যায় কেন
মেহেদী হাসানটিম কেন্ডাল ছিলেন ফেসবুকের ‘ডিরেক্টর অব মানিটাইজেশন’। যে বিজ্ঞাপননির্ভর ব্যবসায়িক মডেলে সামাজিকমাধ্যমটি বিলিয়ন ডলার আয় করে, সেটি তার হাতেই গড়া। অথচ ২০২০ সালে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে জোর গলায় তিনি বলেছিলেন, ফেসবুক ধূমপানের মতো আসক্তিকর। আর প্রতিষ্ঠানটি তা জেনেবুঝেই…